Logo

খেলাধুলা    >>   পেপ গার্দিওলা-কেভিন ডি ব্রুইনার সম্পর্ক নিয়ে গুঞ্জন

পেপ গার্দিওলা-কেভিন ডি ব্রুইনার সম্পর্ক নিয়ে গুঞ্জন

পেপ গার্দিওলা-কেভিন ডি ব্রুইনার সম্পর্ক নিয়ে গুঞ্জন

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বর্তমানে দলের বাজে পারফর্মেন্স ও কেভিন ডি ব্রুইনার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে রয়েছেন। দলের মিডফিল্ডার ডি ব্রুইনা একাদশে না থাকায় সাবেক ফুটবলারদের সমালোচনার মুখে পড়েছেন গার্দিওলা। গ্যারি নেভেল এবং জেমি ক্যারাঘার-এর মতো ফুটবল বিশ্লেষকরা এই বিষয়ে মন্তব্য করেছেন, তাদের মতে সিটির ড্রেসিং রুমে কিছু একটা চলছে।

এ বিষয়ে পেপ গার্দিওলা নিজেই ৩ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন। গার্দিওলা বলেন, ‘‘লোকে বলাবলি করছে, কেভিনের সঙ্গে নাকি আমার ঝামেলা চলছে। আপনাদের কি মনে হয়, কেভিনকে খেলতে পারলে আমার ভালো লাগবে না? নাহ, আমি কেন কেভিনকে খেলাতে চাই না?’’

গার্দিওলা আরও বলেন, ‘‘৯ বছর একসঙ্গে থাকার পর এখন তার সঙ্গে আমার সমস্যা হচ্ছে, এটা বিশ্বাসযোগ্য না। সিটি ইতিহাসের সবচেয়ে সেরা মিডফিল্ডার যাকে আমি চাই, তাকে কেন খেলাবো না?’’

গার্দিওলা কেভিন ডি ব্রুইনার একাদশে না থাকার কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘‘ডি ব্রুইনা দলের সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছে। তবে, সে সম্প্রতি চোটে পড়েছিল এবং পাঁচ মাস মাঠের বাইরে ছিল, পরে আরও দুই মাস বাইরে ছিল। তার বয়স এখন ৩৩ বছর, তাই তার সেরা ফর্মে ফিরে আসতে একটু সময় লাগবে।’’

কেভিন ডি ব্রুইনার ওপর পেপের আস্থা রয়েছে এবং তিনি বলেন, ‘‘সে ধাপে ধাপে নিজের সেরাটা ফিরে পাবে এবং আমি নিজেও তাকে সেরা রূপে ফিরে পেতে মরিয়া।’’

বর্তমানে ম্যানচেস্টার সিটি সাতটি ম্যাচের মধ্যে ছয়টি হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। গার্দিওলা তার দলের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট না হলেও, তিনি জানাচ্ছেন যে দলের খেলোয়াড়রা আস্তে আস্তে সেরাটা ফিরে পাবে। আজ (৪ ডিসেম্বর) তারা প্রিমিয়ার লিগ-এ নটিংহ্যাম ফরেস্ট এর বিপক্ষে খেলবে, যেখানে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। 





P.S 220 Winter concert

P.S 220 Winter concert